সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ কিসের ইঙ্গিত

কক্সবাজারের সেন্ট মার্টিনের চেঁড়াদিয়ার সৈকতে ভেসে আসা কাঁটাযুক্ত পটকা মাছ। এই প্রজাতির পটকা মাছ দ্বীপের প্রবাল প্রচারীরের অগভীর জলে বসবাস করে। ১৭ সেপ্টেম্বর ছবিটি তুলেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. কামরুল হাসান

১৭ অক্টোবর জোয়ারের সময় ছেঁড়াদিয়ার পশ্চিম সৈকতে আটকে পড়ে একটি মাছ। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কামরুল হাসান তখন ছেঁড়াদিয়ায় অবস্থান করছিলেন। দ্রুত কাছে গিয়ে দেখেন একটি বিরল প্রজাতির পটকা মাছ। সাধারণত এই এলাকায় তেমন চোখে পড়ে না এই মাছ। মাছটির শরীরজুড়ে কাঁটা। তিনি মাছটি দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। কারণ, এই প্রজাতির মাছের উপস্থিতি দ্বীপের প্রাণবৈচিত্র্য ফিরে আসার বড় লক্ষণ।