জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার পরও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিলায় অগ্নিকাণ্ড

টিলায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন টিলায়ছবি: প্রথম আলো

টিলায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন টিলায় এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা গিয়ে আগুন নেভান।

বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার কর্মচারী আবদুল কাদের বলেন, আজ দুপুরের দিকে শহীদ মিনারের পেছনে আগুন লাগে। পরবর্তী সময়ে নিরাপত্তা ও এস্টেট শাখার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কারা আগুন লাগিয়েছে জানতে পারেননি। এ নিয়ে গত দুই মাসে নিউজিল্যান্ড নামক টিলা, সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলাসহ বিভিন্ন স্থানে অন্তত ১০ বার আগুন লেগেছে।

ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ স্থানে আকাশমণি গাছের শুকনা পাতা এবং শুষ্ক মৌসুমের কারণে আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়ে। কেউ সাধারণত ধূমপান করে সিগারেটের বাকি অংশ ফেলে রাখলেও আগুন ধরে যেতে পারে। তবে আজকে কে বা কাদের মাধ্যমে আগুন লেগেছে, তা জানা যায়নি। আগুনে ১৫ থেকে ২০ শতাংশ জায়গার মতো পুড়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসের টিলা এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। তবে ১০ দিনের মাথায় টিলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।