চারটি ইঞ্জিন ও আটটি বগি নিয়ে মেট্রোরেলের ১১তম চালান মোংলা বন্দরে
মেট্রোরেলের আরও আটটি কোচ, চারটি ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি হোসি ক্রাউন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি এসে ভেড়ে। মেট্রোরেলের ১১তম এই চালানে ২ সেট ট্রেনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।
মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ প্রথম আলোকে বলেন, গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের ইঞ্জিন, বগিসহ এসব মালামাল নিয়ে পানামার জাহাজ এমভি হোসি ক্রাউন মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে। আজ সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে জাহাজটি বন্দর জেটিতে নোঙর করে। জাহাজ থেকে মাল খালাস শুরু হয়েছে।
এ নিয়ে মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এল বলে জানান বন্দর সচিব কালাচাঁদ সিংহ।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, মেট্রোরেলের ৮টি বগি, ৪টি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য এসেছে জাহাজটিতে। কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল জাহাজটি থেকে বার্জে তোলা হচ্ছে। পরে নদীপথে এসব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।
রাজধানীর মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি। প্রতি সেট ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোয় ডিসি ১ হাজার ৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইলচেয়ারের ব্যবস্থা। শীতাতপনিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন।