কুলাউড়ায় আশ্রয়কেন্দ্রে বৃদ্ধা অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বন্যা আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন সৈয়দা রাবেয়া বেগম (৭৮) নামের এক বৃদ্ধ। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাবেয়া বেগম সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার কাদিপুর ইউনিয়নের রফিনগর গ্রামে বাবার বাড়িতে থাকতেন।
রাবেয়া বেগমের স্বজন ও আশ্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের বরাত দিয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী প্রথম আলোকে বলেন, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যের রোগে ভুগছিলেন। বাড়িতে বন্যার পানি ওঠায় সম্প্রতি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজ আশ্রয়কেন্দ্রে ওঠেন। বিকেলের দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ওই আশ্রয়কেন্দ্রে আশপাশ এলাকার অন্তত ৪০টি বন্যাদুর্গত পরিবার আশ্রয় নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, রাবেয়া বেগমের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসা শুরুর আগেই তিনি মারা গেছেন।
কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর আহমদ বলেন, রাতেই রাবেয়া বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।