তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসার সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

নেত্রকোনার মোহনগঞ্জে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়্যুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মোহনগঞ্জ পৌর মিলনায়তনে
ছবি: প্রথম আলো

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র বিশ্বাস করে বলেই এই দেশে গণতন্ত্র স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র রক্ষা করে চলছেন। তাই যেকোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে চালাতে পারছে। এতে সরকার কোনো বাধা দিচ্ছে না।

আজ শুক্রবার সন্ধ্যায় আইনমন্ত্রী নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে একটি গ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যথাসময়ে নির্বাচন আয়োজন করার কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য একটা দিকনির্দেশনা কিংবা কিছু নিয়মের প্রয়োজন পড়ে। সেগুলোই সংবিধানে থাকে। সংবিধান হলো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কথা বলে কোনো লাভ নেই। নির্বাচনে কোন দল এল আর কোন দল এল না, তা দেখার দায়িত্ব আওয়ামী লীগের নয়। তা দেখবে নির্বাচন কমিশন। আর তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলা হচ্ছে, সেটা আদালত দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে। এ রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনীও করা হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা আর নেই বলে আমি মনে করি।’

‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়্যুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ নামের গ্রন্থটির মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম কবীর, প্রধানমন্ত্রীর কার্যালয়েরর সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ।