ভোরে পাইকগাছায় আদালতের এজলাসে আগুন, ধারণা নাশকতা

খুলনার পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আগুনে সোফা পুড়ে গেছে। আজ সকালে তোলা
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরের দিকে ওই ঘটনা ঘটে। এতে এজলাসকক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়। নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ সম্পর্কে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পাইকগাছায় আদালতের এজলাসকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে দুর্বৃত্তরা এটা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এ সময় তাঁরা আদালত–সংশ্লিষ্ট ব্যক্তিদের খবর দিলে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এজলাসকক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।