নন্দীগ্রামে রাসায়নিকের ড্রাম বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাসায়নিক দ্রব্যের (কেমিক্যাল) ড্রাম বিস্ফোরণে আহত হেলাল উদ্দিন (২৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

হেলাল উদ্দিন নন্দীগ্রাম উপজেলার সিংজানী গ্রামের মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে। গত রোববার বিকেলে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কশপ নামে একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কুন্দারহাটে ওয়ার্কশপে কাজ করছিলেন হেলাল উদ্দিন। একপর্যায়ে রাসায়নিকের ড্রাম কাটতে গেলে ড্রামটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরিত ড্রামটি প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে গুরুতর আহত হন শ্রমিক হেলাল উদ্দিন। তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কশপ নামে প্রতিষ্ঠানে রাসায়নিকের ড্রাম বিস্ফোরণে আহত শ্রমিক হেলাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।