একটি উঠান বৈঠকে ঈদগাহ সংস্কারের জন্য তাত্ক্ষণিক ১০ লাখ টাকা অনুদান দেওয়ার অভিযোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শনিবার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া এ নোটিশ দেন। সেই সঙ্গে ওই নোটিশে আগামী ২ জানুয়ারি বেলা ১১টায় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে ইউসুফ আবদুল্লাহকে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ইউসুফ আবদুল্লাহ কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর ঈদগাহ মাঠে নির্বাচন নিয়ে একটি উঠান বৈঠক করেন। সেখানে তিনি ঈদগাহ সংস্কার ও কবরস্থানের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে তাত্ক্ষণিক ১০ লাখ টাকার অনুদান দেন। ধাপে ধাপে মোট ২৫ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। যা নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি তাঁকে (ইউসুফকে) তলব করেছে। এ বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।