ভাইয়ের পক্ষে মহড়া দিচ্ছেন জোড়া খুনের মামলার আসামি

নোমান-রাকিব জোড়া খুনের মামলার আসামি দেওয়ান ফয়সাল লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইয়ের পক্ষে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। গত মঙ্গলবার বিকেলেভিডিও থেকে সংগৃহীত ছবি।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া মো. দেলোয়ার হোসেনের পক্ষে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন তাঁর ছোট ভাই জোড়া খুনের মামলার আসামি দেওয়ান ফয়সাল। দেলোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দেওয়ান ফয়সাল লক্ষ্মীপুরের আলোচিত যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার আসামি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, এক সপ্তাহ ধরে রামগঞ্জের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন জোড়া খুন মামলার এ আসামি। মূলত সাধারণ ভোটারের মধ্যে ভীতি ছড়ানোর জন্য তাঁরা এই মহড়া দিচ্ছেন। সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে মহড়া করেন দেওয়ান ফয়সাল।

দেওয়ান ফয়সাল রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জোড়া খুনের পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি মামলার ৩ নম্বর আসামি। গত বছরের ২৫ এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যা মামলায় দেওয়ান ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত বছর ১ মে ঠাকুরগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। সাত মাস পর গত ৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফেরেন ফয়সাল। লক্ষ্মীপুর কারাগার থেকে বের হয়ে মাইক্রোবাসে চড়ে অর্ধশতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে রামগঞ্জ শহরে আসেন তিনি। পরে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বালিয়া চৌমুহনী এলাকায় জড়ো হন তাঁরা। সেখানে তাঁকে মালা পরিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করা হয়। এ সময় মিষ্টি বিতরণ করেন তাঁর পক্ষের লোকজন। এ ঘটনায়ও তিনি সমালোচিত হন।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২১ মে। চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী, নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেন।

২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ আগামী ২ মে। এর আগেই গণসংযোগ ও মোটরসাইকেল মহড়া শুরু করেছেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষের লোকজন।

গত বছরের ১ মে ঠাকুরগাঁও থেকে দেওয়ান ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব
ছবি: সংগৃহীত

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ ধরে ভাদুর, দরবেশপুর, করপাড়া, চণ্ডীপুরসহ বিভিন্ন ইউনিয়নে লোকজন নিয়ে মহড়া দিচ্ছেন ফয়সাল। এ বিষয়ে দেওয়ান ফয়সাল বলেন, ‘আমি কয়েকটি এলাকায় গণসংযোগ করতে গেছি। আমার আগমনের সংবাদ পেয়ে নেতা-কর্মীরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে গণসংযোগে যোগ দেন। আমি তাদের সরে যেতে বলেছি। তবে মহড়ার অভিযোগ সঠিক নয়।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত বলেন, খুনের মামলার আসামি মহড়া দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। এ কারণে তিনিসহ এলাকার সাধারণ ভোটার আতঙ্কিত। জোড়া খুনে ব্যবহৃত অস্ত্র তাঁর কাছ থেকে এখনো উদ্ধার করা যায়নি। সেই অস্ত্র এ নির্বাচনের ব্যবহারের আশঙ্কা করছেন ভোটাররা।

এ ব্যাপারে জানার জন্য চেয়ারম্যান পদের প্রার্থী দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিন ধরেননি। খুদেবার্তা পাঠালেও জবাব দেননি।

জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘দেওয়ান ফয়সাল মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া করার বিষয়টি শুনেছি। এ নিয়ে টহল পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হয়। ফয়সাল লক্ষ্মীপুর সদর থানার জোড়া খুনের মামলার আসামি। রামগঞ্জ থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই।’

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’