সিসিটিভি ফুটেজ দেখে খুনি গ্রেপ্তার

পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মশিউর রহমান ওরফে সম্রাটছবি: প্রথম আলো

ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশ থেকে ছয় মাসে ছয়টি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ মশিউর রহমান ওরফে সম্রাটকে (৪০) গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর ছয়টি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ সোমবার তাঁকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, মশিউর ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ মেলেনি।