রাজশাহীতে আজ দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল না ঝোড়ো বাতাস। শনিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। এ সময় ১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া কার্যালয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর প্রথম বৃষ্টি।
তবে এ বৃষ্টিপাত রাজশাহীর আমের জন্য ভালো। বৃষ্টির পর রোদ না উঠলে এটি বিপরীতও হতে পারে বলে আশঙ্কা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে বেলা ৩টার পর রোদ উঠেছে। বৃষ্টির পর নগরের রাস্তাঘাটের ধুলাবালু পরিষ্কার হয়ে গেছে।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে রাজশাহীর আকাশ কিছুটা মেঘলা ছিল। আজ সকালে রোদ উঠলেও দুপুর ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়া শুরু করে। বেলা দেড়টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আজ রাজশাহীতে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র প্রথম আলোকে বলেন, বৃষ্টি হঠাৎ করেই শুরু হয়। এটা স্থানীয় বৃষ্টি। রাজশাহী শহরের দিকে একটু বেশি বৃষ্টি হয়েছে। চলতি বছরের প্রথম বৃষ্টি। তাঁরা ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করতে পেরেছেন। এই বৃষ্টি অব্যাহত থাকবে না। আগামী ১৫ মার্চ থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান।
এদিকে রাজশাহীতে কয়েক বছরের মধ্যে এবার আমবাগানে সবচেয়ে বেশি মুকুল এসেছে। মুকুলের ম-ম ঘ্রাণ এখন রাজশাহীর বাতাসে। এবার রাজশাহীতে ১ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। গতবারের তুলনায় এবার প্রায় ২০ হাজার মেট্রিক টন ফলন বাড়তে পারে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার রাজশাহী জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমির বাগানে আম চাষ করা হয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর। গতবার আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। এবার ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।
সামান্য বৃষ্টিতেও আমের ওপর প্রভাব পড়তে পারে জানিয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজদার হোসেন বলেন, এখনো বোঝা যাচ্ছে না রাজশাহীর কতটুকু জায়গায় বৃষ্টি হয়েছে। ঝোড়ো বাতাস ছাড়া বৃষ্টি আমের জন্য ভালো। তবে সেই বৃষ্টির পর রোদ উঠতে হবে। বৃষ্টির পর দু-এক দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে আমে পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে।