ফেলে যাওয়া টাকা-মুঠোফোন যাত্রীকে খুঁজে ফেরত দিলেন রিকশাচালক

ভুল করে রিকশায় টাকার ব্যাগ ও মোবাইল ফেলে গিয়েছিলেন এক যাত্রী। তাঁকে খুঁজে বের করে তাঁর টাকা ফেরত দেন ওই রিকশাচালক
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর গ্রাম থেকে অটোরিকশায় ওঠেন এক যাত্রী। বানেশ্বর বাজারে পৌঁছে যাত্রী রিকশা থেকে নেমে যান। এরপর রিকশাচালক খেয়াল করে দেখেন যে রিকশার আসনের ওপর একটি ব্যাগ ও দুটি মুঠোফোন পড়ে আছে। ব্যাগে ৫৬ হাজার ৭০০ টাকা। রিকশাচালক বাজারের লোকদের বিষয়টি জানান। পরে মালিককে খুঁজে উপযুক্ত প্রমাণ নিয়ে তাঁর টাকা ও মুঠোফোন ফেরত দেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। যাত্রীকে খুঁজে টাকা ফেরত দেওয়া ওই রিকশাচালকের নাম মো. তারেক (৩০)। রাজশাহীর চারঘাট উপজেলার ফতেপুর গ্রামে তাঁর বাড়ি।

তারেক প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে শিবপুরের ওই যাত্রী তাঁর রিকশায় উঠেছিলেন। ১০ মিনিটের মধ্যে বানেশ্বরে এসে তিনি নেমে যান। কিছুক্ষণ পর রিকশার আসনের ওপর তারেক একটি ব্যাগ ও দুটি মুঠোফোন পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি বাজারের লোকদের জানান। তখন পুঠিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রাজিবুল হক যাত্রীকে খুঁজে বের করেন। তিনি বলেন, ওই যাত্রী রিকশা থেকে নেমে নওগাঁয় যাওয়ার জন্য নগরের আমচত্বরে চলে গিয়েছিলেন। টাকা ও মুঠোফোন হারিয়ে তিনি আবার বানেশ্বর বাজারে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তখন রাজিবুল তাঁকে পেয়ে তারেকের মাধ্যমে যথোপযুক্ত প্রমাণ নিয়ে টাকা হস্তান্তর করেন।

ওই যাত্রীর পরিচয় জানা যায়নি। টাকা ও মুঠোফোন পেয়ে চলে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কৃষক লীগ নেতা রাজিবুল হক মুঠোফোনে বলেন, ‘আমি দোকানে বসেছিলাম। প্রথমে রিকশাওয়ালা এসে জানান, তাঁর রিকশায় একজন টাকা-মোবাইল ফেলে গেছে। কেউ এলে যাতে তাঁকে জানাই। কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে ওই রিকশার খোঁজ করছিলেন। তখন রিকশাওয়ালাকে ডেকে যথোপযুক্ত প্রমাণ নিয়ে টাকা ও মোবাইল ফেরত দেওয়া হয়।’