ভূঞাপুরে যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে কুপিয়ে জখম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

ওই হামলায় আহত অপর তিনজন হলেন যুবলীগ কর্মী রতন তালুকদার, কানন ও বিজয়। গুরুতর আহত সেলিমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রতন ও বিজয় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। কানন চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, মঙ্গলবার বিকেলে ভূঞাপুর পৌরসভার বীরহাটি এলাকায় ভূঞাপুর লিংক রোডের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত হন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে রাত ৮টার দিকে ফসলান্দি মোড় এলাকায় তাঁদের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

হামলায় সেলিমসহ চারজন নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ আকন্দ বলেন, ‘সড়ক উদ্বোধনের অনুষ্ঠানে আক্তারুজ্জামান সেলিমসহ আমরা গিয়েছিলাম। অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।