বান্দরবানের সেই চেয়ারম্যান প্রার্থী নিজেই যাননি ভোট দিতে

এ কে এম জাহাঙ্গীরছবি: সংগৃহীত

ভোটের আগের রাতেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় ভোটারদের কাছে ভোট চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী। ভোটারদের কেন্দ্রে গিয়ে তাঁর প্রতীক আনারসে ভোট দেওয়ার আহ্বান করেন। অথচ আজ বুধবার ভোটের দিন প্রার্থী নিজেই যাননি ভোট দিতে। বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচনে ঘটেছে এমন ঘটনা।

ভোট দিতে কেন্দ্রে না যাওয়া এই প্রার্থীর নাম এ কে এম জাহাঙ্গীর। তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদেও রয়েছেন জাহাঙ্গীর।

জানতে চাইলে চেয়ারম্যান পদের প্রার্থী এ কে এম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ভোটে তাঁর আগ্রহ নেই, তাই কেন্দ্রে যাননি। কেন্দ্রে তাঁর কোনো এজেন্টও ছিল না। অনেকে বদনাম ছড়িয়েছিল তিনি মোটা অঙ্কের টাকা পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তাই কৌশলগত কারণে আগের রাতে ভোটারদের কেন্দ্রে গিয়ে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ কে এম জাহাঙ্গীর বর্তমানেও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। গত ৩০ এপ্রিল তিনি এক সংবাদ সম্মেলন করেন। এতে স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিএনপির এক নেতাকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে প্রচারণা স্থগিতের ঘোষণা দেন। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমা ও সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ এর পরিপ্রেক্ষিতে বলেন, জাহাঙ্গীরকে দলের সমর্থন দেওয়া হয়নি। বিএনপির প্রার্থীকে দলের নেতাদের সমর্থন দেওয়ার বিষয়টিও সত্য নয়।