বগুড়ায় অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পেরীর হাট সড়কে ধোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রফিকুল ইসলাম (৫৫) ও ইয়াছিন আলী (৫০)। তাঁরা দুজন অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত বাক্‌প্রতিবন্ধী রফিকুলের বাড়ি গাবতলী উপজেলার হোরার দীঘি গ্রামে। আর ইয়াছিনের বাড়ি কোলার বাড়ি এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোখলেছার রহমানের সঙ্গে বাক্প্রতিবন্ধী রফিকুল ইসলাম প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য বাড়ি থেকে একটি অটোরিকশায় করে গাবতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাচ্ছিলেন। অটোরিকশায় ইয়াছিন আলী নামের আরও এক যাত্রী ছিলেন। পেরীর হাট সড়কে ধোড়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে রফিকুল ও ইয়াছিন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রফিকুল ও ইয়াছিন মারা যান।

গাবতলীর বাগবাড়ির তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপরই ভটভটির চালক পালিয়েছেন। এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।