ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ১

বিএনপির মহাসচিবকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে দলটির নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাটিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার দুপুরে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও শহরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে এ ঘটনা ঘটে।

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ঠাকুরগাঁও শহরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

এ সময় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি রাবার বুলেট ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ।

আরও পড়ুন
পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশের অ্যাকশন
ছবি: প্রথম আলো

সরেজমিনে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ফকিরপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের শহীদ মোহাম্মদ আলী সড়ক দিয়ে বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে বাজার এলাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে নেতা-কর্মীরা ফিরে যেতে শুরু করলে পুলিশ পেছন দিক থেকে তাঁদের লাঠিপেটা করে। পরে বিএনপির নেতা-কর্মীরা একত্রিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে শহীদ মোহাম্মদ আলী সড়কের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন
পুলিশ লাঠিপেটা করে বিএনপির নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে আটক করে
ছবি: প্রথম আলো

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির মহাসচিবকে আটকের খবরে স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই তাঁরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এর প্রতিবাদ করলে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর প্রথম আলোকে বলেন, গতকাল রাত থেকেই বিএনপির নেতা-কর্মীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। আজ মিছিল থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা আরও বেপরোয়া হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়েছে।