ধলাই নদে চার দিন পর ভেসে উঠল নিখোঁজ তরুণের লাশ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদে নৌকা ডুবে নিখোঁজের চার দিন পর এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝনদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই তরুণের নাম জুবেল আহমদ (২২)। তিনি একই উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত ২৭ মে রাত ১২টার দিকে সাদাপাথর এলাকা থেকে নৌকায় পাথর আনতে গিয়ে ঝড়ের কবলে পড়েন জুবেল। এর একপর্যায়ে নৌকা ডুবে নদের পানিতে নিখোঁজ হন তিনি। এর দুই দিন পর সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদে উদ্ধার অভিযান চালায়। তবে সে সময় জুবেলকে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে ধলাই নদের ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝনদে লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ধলাই নদে ভেসে ওঠা লাশটি বেশ কয়েক দিন ধরে পানির নিচে থাকায় ফুলে উঠেছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।