পার্বতীপুরে খাটের ওপর পড়ে ছিল কাউন্সিলরের অর্ধগলিত লাশ

লাশ
প্রতীকী ছবি

ঘরের মধ্যে খাটের ওপর পড়ে ছিল দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের (৪৮) অর্ধগলিত লাশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসভার ইনস্টিটিউট মাঠসংলগ্ন রেলওয়ের কোয়ার্টারের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহাঙ্গীর আলম তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

নিহত জাহঙ্গীরের প্রতিবেশী আবদুল্লাহ মামুন আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, গত রোববার সর্বশেষ পৌরসভার নতুন বাজার এলাকায় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর দেখা ও কথা হয়েছিল। তখন কাউন্সিলর বলেছিলেন, তাঁর শরীর ভালো লাগছে না। বাসায় যাবেন। এরপর তাঁর লাশ উদ্ধারের খবর পান তিনি।

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলম একাই ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পার্বতীপুর রেলওয়ে থানা-পুলিশ বাড়িতে ঢুকে খাটের ওপর থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে। খবর পেয়ে পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেনসহ ওয়ার্ড কাউন্সিলররা ঘটনাস্থলে যান। নিহত জাহাঙ্গীর অবিবাহিত ছিলেন। অসুস্থতা থেকে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পৌরসভার মেয়র আমজাদ হোসেন বলেন, বিয়ে না করায় জাহাঙ্গীর আলম একাই বাড়িতে বসবাস করতেন। তিনি ডায়াবেটিসসহ নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। পচন ধরায় লাশটি গতকাল রাতেই দাফন করা হয়েছে। এ ঘটনায় তাঁরা শোকাহত।

বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম।