নেত্রকোনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু, আটক ৫

নেত্রকোনার মদন উপজেলায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে সজীব মিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সংঘর্ষে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মদর উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের চান মিয়া, আনছু মিয়া, মল্লিক মিয়া, ওয়াকিব মিয়া ও শামছুল ইসলাম। নিহত সজীব মিয়া পশ্চিম ফতেপুর গ্রামের আশিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বেলা তিনটার দিকে পশ্চিম ফতেপুর গ্রামের আবদুর রহিমের ডোবায় (ছোট জলাশয়) একই গ্রামের আনছু মিয়া লোকজন নিয়ে মাছ ধরতে যান। তখন আবদুর রহিমের লোকজন বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটার আঘাতে সজীব মিয়াসহ সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালে আহত সোলাইমান মিয়া, গোলাম রব্বানী ও আবদুল হেকিমকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে টেঁটাবিদ্ধ হয়ে সজীব নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।