মঠবাড়িয়ায় বিএনপির সমাবেশ আ.লীগ ও পুলিশের বাধায় পণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়মাছুয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে বিএনপির নেতা-কর্মীরা উত্তর বড়মাছুয়া গ্রামের ব্যাপারী বাড়ি সেতু এলাকায় অবস্থান নেন এবং সেখানে সমাবেশ করেন।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে আসা নেতা-কর্মীদের পুলিশ লাঠিপেটা করে। পথে পথে আওয়ামী লীগের লোকজন আমাদের কর্মীদের বাধা দেয়। পুলিশের বাধার কারণে আমরা বড়মাছুয়া বাজারে বিক্ষোভ ও সমাবেশ করতে পারিনি। পরে বিকল্প স্থানে সমাবেশ করি। পুলিশের লাঠিপেটায় কয়েকজন কর্মী আহত হয়েছেন।’
বিএনপি নেতা-কর্মীরা জানান, দেশব্যাপী লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে দুজন নিহতের প্রতিবাদে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আজ বিকেলে বড়মাছুয়া বাজারে সমাবেশ করার জন্য নির্ধারিত স্থানে ব্যানার টাঙানো হয়। বেলা ৩টার পর থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল করে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীরা সমাবেশ শুরুর আগে সভাস্থলের ব্যানার ছিঁড়ে ফেলেন। বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের নেতৃত্বে দলের নেতারা সভাস্থলে যোগ দেওয়ার জন্য বড়মাছুয়া পৌঁছালে স্থানীয় মোটরসাইকেল স্ট্যান্ডে পুলিশের বাধার মুখে পড়েন। এতে নির্ধারিত স্থানে সমাবেশ পণ্ড হয়ে যায়। পরে দলীয় নেতা-কর্মীরা বড়মাছুয়া বাজার থেকে এক কিলোমিটার দূরে উত্তর বড়মাছুয়া ব্যাপারী বাড়ি সেতু এলাকায় সমবেত হন। সেখানে বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করেন।
সেখানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন মুন্সী, বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মনির উদ্দিন প্রমুখ।
বড়মাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম বলেন, ‘বড়মাছুয়া বাজারে বিএনপির সমাবেশ করতে আমরা না, পুলিশ বাধা দিয়েছে।’
বিএনপির সমাবেশে পুলিশ কোনো বাধা দেয়নি বলে দাবি করেছেন মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। মঠবাড়িয়া উপজেলা সদর ও সব ইউনিয়নে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।