চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার গাড়িতে ককটেল হামলা, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের চৌধুরী মোড়ের কাছে গতকাল রোববার রাতে আওয়ামী লীগ নেতা আবদুস সালামের গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরাছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আবদুস সালামের বহনকারী গাড়িতে (প্রাইভেট কার) ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের চৌধুরী মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় গাড়ির সামনের কাচ ভেঙে যায় এবং সামনের একটি চাকার হাওয়া সরে যায়। আহত হন জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশিদ। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক ও ২৬টি ককটেল উদ্ধার করেছে।

আবদুস সালাম শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। গতকাল রাতে তিনিসহ পাঁচজন প্রাইভেট কারে করে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে চৌধুরী মোড়ে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। গাড়িতে আবদুস সালাম, মামুনুর রশিদসহ পাঁচজন ছিলেন। মামুনুর রশিদ সামান্য আহত হয়ে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। হামলার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গাড়ির সামনের কাচ ভেঙে যায় ও সামনের এক চাকা পাংচার হয়ে যায়। গতকাল রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক ও ২৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ওসি মিন্টু রহমান আরও বলেন, আবদুস সালাম নয়ালাভাঙ্গা ইউপির সদস্য মো. আলম হত্যা মামলার অন্যতম আসামি। ওই এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের দ্বন্দ্ব রয়েছে। এর জেরে গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আজ আবদুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।