কারাবন্দী ইঞ্জিনিয়ার মোশাররফকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে
কারাবন্দী সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। আজ বুধবার দুপুরে তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই সংসদ সদস্যকে রেফার করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন হৃদ্রোগ, নিউরোসহ নানা সমস্যায় ভুগছেন। ৮২ বছর বয়সী মোশাররফ হোসেনকে গত ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
অসুস্থ মোশাররফের চিকিৎসার জন্য আজ সকালে কারাগার থেকে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে প্রথমে প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তাঁকে নিয়ে মেডিকেল বোর্ড বসানো হয়। মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার, নিউরোলজি বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা সেখানে ছিলেন।
জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন প্রথম আলোকে বলেন, তিনি অনেক রোগে ভুগছেন। মেডিসিন, নিউরো ও হৃদ্রোগ বিভাগের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুপুরের দিকে তাঁকে বিএসএমএমইউয়ে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) পাঠানো হয়।
এ বছরের ১৫ জানুয়ারি সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে ৯টি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত। মিরসরাই ও জোরারগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় এ ৯টি মামলা হয়।