রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদার বখশ হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি, অস্ত্র উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশি অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। হলের আবাসিক শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
হল প্রশাসন সূত্র জানা যায়, মাদার বখশ হল ছাত্রলীগের নেতা-কর্মীদের অন্তত ৫০টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় রড, স্টাম্প, বিদেশি মদের খালি বোতল, রামদা, চাকুসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অনেক নেতা-কর্মী অবৈধভাবে এই হলের কক্ষে অবস্থান করেছিলেন। তাঁরা অস্ত্রের মাধ্যমে হলে ত্রাস সৃষ্টি এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতেন। আজকে শিক্ষার্থী, আবাসিক শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সেই অস্ত্রগুলো উদ্ধার করেছেন। ওই কক্ষগুলো সাধারণ শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া হবে।
অভিযানের সময় হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে রড, লাঠিসোঁটা, দেশি অস্ত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া গেছে। পরে সেগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীরা হলে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ও সুন্দর পরিবেশ চান। সেই লক্ষ্যেই তাঁরা কাজ করছেন। ছাত্রলীগের অবৈধ কক্ষগুলো মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।