নানা কৌশলে সরকারকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে বিএনপি: মোশাররফ হোসেন

মোশাররফ হোসেন
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপিকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না। বিএনপি এখন নানা কৌশলে সরকারকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে, যা কোনো দিন সফল হবে না। যে হাত দিয়ে তারা (বিএনপি) আমাদের আক্রমণ করবে, সেই হাত ভেঙে দিতে হবে; যেন হাত উঁচু করে সামনে দাঁড়ানোর সাহস না পায়।’

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মোশাররফ হোসেন এসব কথা বলেন। দীর্ঘ সাত বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শেখ হাসিনা আছেন বলেই কক্সবাজারে রেল আসছে, মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর হচ্ছে, মাতারবাড়ীতে তাপবিদ্যুৎ প্রকল্প হচ্ছে। কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে। দেশকে আরও এগিয়ে নিতে হলে, কক্সবাজারের আরও উন্নয়ন চাইলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। সম্মেলনের প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।

দীর্ঘ সাত বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

বিকেলে দ্বিতীয় অধিবেশনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কাউন্সিল অনুষ্ঠিত হবে। ৪০৬ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন নেতার নাম শোনা যাচ্ছে।

সভাপতি প্রার্থীরা হলেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।

আরও পড়ুন

সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ দাশ, সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

আওয়ামী লীগের নেতারা বলছেন, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের ২৫ নভেম্বর সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হলে সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।