বগুড়ায় ইফতার অনুষ্ঠান থেকে জামায়াতের দুই নেতাসহ আটক ৯
বগুড়ায় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে আসা জামায়াতের দুই নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ইফতারের আগে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকার একটি রেস্তোরাঁয় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা–পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
পুলিশ বলছে, নাশকতার মামলার আসামিরা ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিলের নামে একটি রেস্তোরাঁয় মিলিত হচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকের পর ওই ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন বলেন, রোববার ৬০ জন অতিথির ইফতার আয়োজনের জন্য ওলামায়ে মাশায়েখ পরিষদের পক্ষ থেকে শাজাহানপুরের উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসেন বুকিং দিয়েছিলেন। বিকেল চারটার দিকে ইফতার–পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলের জন্য অতিথিরা আসতে শুরু করেন। ইফতারের আগেই পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। এরপর অন্যরাও দ্রুত রেস্তোরাঁ ত্যাগ করেন। ফলে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল, বিভিন্ন সময়ে নাশকতার মামলার আসামিরা ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিলের নামে শহরের একটি রেস্তোরাঁয় বৈঠকে মিলিত হচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে সেখানে ডিবি ও সদর থানা–পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখানে অর্ধশত ব্যক্তিকে উপস্থিত পাওয়া যায়। এর মধ্যে সন্দিগ্ধ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রাত ৯টা পর্যন্ত তিনজনের নাম–পরিচয় এবং জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মধ্যে জেলা জামায়াত (পূর্ব) শাখার অর্থবিষয়ক সম্পাদক আবদুল্লহেল বাকী এবং সদর থানা শাখার সাবেক আমির আবদুল বাসেত রয়েছেন। বাসেতের নামে নাশকতার ১১টি মামলা রয়েছে। অন্যদের সঙ্গে জামায়াত সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইফতার মাহফিলে যোগ দিতে আসা বগুড়ার সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহমাদুল্লাহ বলেন, ‘ওলামা মাশায়েখের পক্ষ থেকে অধ্যক্ষ ইসমাইল হোসেন ইফতার মাহফিলের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইফতার মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত করেছিলেন। কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন, এমনটা জানা ছিল না। বিষয়টি নিয়ে আমি বিব্রত। আগে থেকে খোঁজখবর না নিয়ে ইফতার মাহফিলে যাওয়া ঠিক হয়নি।’