বান্দরবানের ব্যাংক ডাকাতি মামলার আসামির মৃত্যু
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি মামলার এক আসামি ক্যানসার আক্রান্ত হয়ে আজ রোববার মারা গেছেন। তাঁর নাম লালসংময় বম (৫৫)। তিনি বান্দরবানের ফারুকপাড়া এলাকার বাসিন্দা। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য সন্দেহে তাঁকে গত বছরের এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয়েছিল।
লালসংময় চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। দুই দিন আগে জামিনে মুক্তি পান তিনি। অসুস্থতা বেড়ে গেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শনিবার রাতে বান্দরবানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বেলা আড়াইটায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন বম স্যোশাল কাউন্সিলের সাধারণ সম্পাদক থাংজেল বম। তিনি বলেন, জামিন পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে বাড়িতে আনার পর মৃত্যু হয়।
চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক আলী আসগর চৌধুরী বলেন, লালসংময় বম নামে একজন ক্যানসার রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
অসুস্থ লালসংময় বমকে দুই দিন আগে আদালত জামিন দেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, লালসাংময় বম নামের এক বন্দী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। দুই দিন আগে তিনি জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে বান্দরবানের দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ করা হয়েছিল। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় একাধিক মামলা হয়েছিল। ওই মামলায় লালসংময়কে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এই ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।