দাউদকান্দিতে থানায় আবেদনের পর সেতুর নির্মাণকাজ বন্ধ করে দিল পুলিশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দরদখোলা খালের ওপর নির্মিত সেতু নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে দাউদকান্দি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, দরদখোলা গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হাসান ভূঁইয়া সেতু নির্মাণের জায়গাটি তাঁর নিজের দাবি করে থানায় একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সংঘর্ষ এড়াতে ঠিকাদারকে আপাতত সেতুর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে সেতুর নির্মাণকাজ শুরু করতে দেওয়া হবে।

দরদখোলা গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হাসান ভূঁইয়া বলেন, সেতু নির্মাণের জায়গাটি তাঁর নিজের। এ জন্য তিনি বাধা দেন। ঠিকাদার বাধা না মানায় পুলিশের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তাঁর ব্যক্তিমালিকানা জায়গায় কোনো অবস্থাতেই তিনি সেতু নির্মাণ করতে দেবেন না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দাউদকান্দি উপজেলা উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সেতুর নির্মাণকাজ ২০২৩ সালের ৩ এপ্রিল শুরু হয়। ২০২৪ সালের ৯ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা ছিল। ৬৬৭ ও ৬৭০ দাগের খালের জায়গাটি সরকারি খাস খতিয়ান ও হালটের। এ জায়গাটি দরদখোলা গ্রামের মঞ্জুরুল হাসান ভূঁইয়া তাঁর ব্যক্তিমালিকানা জায়গা বলে দাবি করে নির্মাণকাজে নিয়মিত বাধা সৃষ্টি করেন। গ্রামবাসী এক পক্ষে। আর টাকার জোরে তিনি নিজে এক পক্ষে রয়েছেন। এতে একদিকে যেমন ঠিকাদার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অপর দিকে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

ঠিকাদার হারুণ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. হারুণ অর রশিদ বলেন, সেতুর নির্মাণকাজের শুরু থেকেই দরদখোলা গ্রামের মঞ্জুরুল হাসান ভূঁইয়া নানাভাবে নির্মাণ শ্রমিকদের বাধা সৃষ্টি করছেন। এতে দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় তাঁর আড়াই লাখ টাকার সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এখনো তিনি বাধা দিয়ে যাচ্ছেন।