ঢাকায় পুলিশ হত্যা মামলায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম
ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ওরফে রোমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০-এর একটি দল। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

রোমানের মামা ফরহাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে একটি মাইক্রোবাসে র‍্যাব আসে। রোমান তখন বাড়িতেই ছিলেন। দুপুরের খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে ঢুকে রোমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব। মামলায় প্রধান আসামি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা দুইটার দিকে র‍্যাবের পিকআপটি বাড়ি থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন

আরিফুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার। তিনি বলেন, ২৮ অক্টোবর পুলিশ হত্যার ঘটনায় ঢাকার পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মামলা ছিল। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

জেলা ছাত্রদলের আহ্বায়ককে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। তাঁরা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সরকার দিশেহারা। সরকার তার মরণযাত্রা রোধ করার জন্য সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বর্বরোচিত হামলা, মামলা, নির্যাতন ও গ্রেপ্তার করছে। রাজবাড়ীতে শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে এক নারকীয় পরিবেশ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন