সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল ফ্লাইওভার-সংলগ্ন নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মো. মাঈন উদ্দিন (৪৫)। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার মৃত মো. মহসিনের ছেলে। নিহত মাঈন উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত ব্যক্তিদের ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আলী আহমদ (৬২), মো. কবির শেখ (২৬), মো. ওসমান সরদার (৫২) ও আকরাম মল্লিক (৪৫)। তাঁরা বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা। তাঁরা মোংলা থেকে মাইক্রোবাসে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। হতাহতরা পরস্পরের পরিচিত।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে চট্টগ্রামমুখী ওই মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার অতিক্রম করছিল। এ সময় স্থানীয় নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় লোকজন বলেন, ফেনীর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে তাঁদের মাইক্রোবাসের ভেতর থেকে বের করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপর চারজনকে হাসপাতালে ভর্তি করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। আহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।