যান্ত্রিক ত্রুটিতে সন্দ্বীপে ভোট গ্রহণ বন্ধ ছিল ২০ মিনিট

জেলা পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটারেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্র
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সন্দ্বীপ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি ত্রুটির কারণে অন্তত ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল বলে জানা গেছে। তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেজবাউল করিম প্রথম আলোর কাছে দাবি করেছেন, ভোট গ্রহণে পাঁচ থেকে সাত মিনিট দেরি হযেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দ্বীপে ভোট গ্রহণ করার কথা ছিল সকাল নয়টায়। প্রথম ভোটার কেন্দ্রের ভেতরে গেলে ইভিএম মেশিনের ব্যালট অংশে লাইট দেখা যাচ্ছিল না। বিষয়টি জানানোর পর ওই ইভিএম মেশিনটি পরিবর্তন করা হয়।

সন্দ্বীপে একটি কেন্দ্রের দুটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুজন চেয়ারম্যান প্রার্থী, আটজন সদস্য প্রার্থী ও পাঁচজন সংরক্ষিত আসনের নারী প্রার্থী আছেন। ভোটার ২০৭ জন।

এদিকে সকাল থেকেই জেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মিলনায়তন কেন্দ্রে দুটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হবে বেলা দুইটায়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪৪। বেলা ১২টা পর্যন্ত মোট ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশন থেকে তিনটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী দুজন, সদস্য প্রার্থী দুজন ও সংরক্ষিত আসনের নারী সদস্য পাঁচজন প্রার্থী আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।