নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর লাশ পাওয়া গেল নদীতে

মানিকগঞ্জ জেলার মানচিত্র

নিখোঁজের দুই দিন পর মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে এক স্কুলছাত্রীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তার পরিবারের লোকজন মানিকগঞ্জ শহরে ভাড়া থাকেন। সে নবম শ্রেণিতে পড়াশোনা করত।

সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের বাসা থেকে কোচিং করতে যেত ওই ছাত্রী। শনিবার বেলা তিনটার দিকে সে বাড়ি থেকে কোচিংয়ের উদ্দেশে বের হয়। এরপর সে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। ওই দিন রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মেয়েটির বাবা।

এদিকে গত শনিবার বিকেলে জেলা সদর এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে একটি স্কুলব্যাগ দেখতে পান হাফিজা বেগম (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধা। তিনি ব্যাগটি বাড়িতে নিয়ে যান। ব্যাগে বই-খাতাসহ ওই ছাত্রীর বিদ্যালয়ের পরিচয়পত্র ছিল। পরে পরিচয়পত্রে থাকা ছাত্রীর বাবার মুঠোফোন নম্বরে কল করেন বৃদ্ধার এক স্বজন। বিষয়টি ছাত্রীর বাবা সদর থানার পুলিশকে জানান। পরে পুলিশ ও স্বজনেরা ওই এলাকা ও আশপাশে ছাত্রীর খোঁজ করেন। তবে কোথাও তার খোঁজ মেলেনি।

আজ সকালে নদীতে এক কিশোরীর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবার লাশটি শনাক্ত করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল উদ্দিন বলেন, ওই ছাত্রীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।