আন্তর্জাতিক লাইভকম পুরস্কার পেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

মাল্টায় অনুষ্ঠিত লাইভকম অ্যাওয়ার্ড ২০২৩–এর চূড়ান্ত পর্বে অংশ নিয়ে সিটি করপোরেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম
ছবি: সংগৃহীত

স্থানীয় সহনশীলতা, টেকসই উন্নয়ন, নগরীর বসবাসযোগ্যতা, পরিবেশ-প্রতিবেশ, নগর-পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং টেকসই অভীষ্ট লক্ষ্য বাস্তবায়ন—ছয়টি ক্যাটাগরিতে অগ্রগতি অর্জন করায় দেশের প্রথম নগরী হিসেবে আন্তর্জাতিক লাইভকম অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

মাল্টার রাজধানী ভ্যালেটায় ৩০ মে থেকে ২ জুন অনুষ্ঠিত লাইভকম অ্যাওয়ার্ড ২০২৩ আসরের চূড়ান্ত পর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ব্রোঞ্জপদক অর্জন করে।

প্রাথমিক পর্যায়ে ২৩২টি নগরীর মধ্যে তুরস্ক, পোল্যান্ড, ফিলিপাইন, চীন, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশের মোট ১০টি নগরীকে জুরিবোর্ডের জন্য নির্বাচিত করা হয়। পরবর্তী সময়ে চূড়ান্ত পর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচিত হয় এবং ব্রোঞ্জপদক অর্জন করে। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম। লাইভকম (‌‌‌‌‌‌‌Livcom) একটি আন্তর্জাতিক পুরস্কার, যা ১৯৯৭ সালে প্রবর্তন করা হয়।

চূড়ান্ত পর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ব্রোঞ্জপদক অর্জন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নেন
ছবি: সংগৃহীত

নগর–পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভীর সার্বিক দিকনির্দেশনায় নগরীর গণপরিসর উন্নয়ন, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, প্রান্তিক জীবনব্যবস্থা ও টেকসই নগর-পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন কার্যক্রম জুরিদের সামনে উপস্থাপন করা হয়। সেখানে সিটি করপোরেশন ছয়টি ক্যাটাগরিতে অগ্রগতি অর্জন করায় ব্রোঞ্জপদক পেয়েছেন।

মঈনুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের প্রথম নগরী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন লাইভকম আন্তর্জাতিক পুরস্কার অর্জন করল। সম্মানজনক পুরস্কারটি বাংলাদেশ ও নারায়ণগঞ্জের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে আরও উজ্জ্বল করেছে।