ভারতফেরত যাত্রীর ব্যাগে মিলল ৯ লাখ রুপি

বাংলাদেশি পাসপোর্টধারী এই যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ওই যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে এসব রুপি উদ্ধার করা হয়। এ সময় ওই যাত্রীকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক ওই ব্যক্তির নাম এম এ হান্নান ভূঁইয়া (৪৪)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূঁইয়ার ছেলে। গতকাল রাতে যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দুপুরে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী এম এ হান্নান ভূঁইয়া বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরেন। ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বেলা দেড়টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা এম এ হান্নানকে আটক করে তাঁর সঙ্গে ব্যাগ তল্লাশি করলে সেখান থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, আটক এম এ হান্নান ভূঁইয়ার বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা ভারতীয় রুপি ও দুটি মুঠোফোন থানায় জমা দেওয়া হয়েছে।