ঋণখেলাপির মামলায় কারাগারে, ক্ষুব্ধ হয়ে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটুনি

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন সুমন সরকার নামের এক গ্রাহক। আজ রোববার দুপুর ১২টার দিকে ওই কর্মকর্তারা উপজেলার পুটিয়া বাজার এলাকায় গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

ব্যাংকের করা ঋণখেলাপির মামলায় দুদিন জেল খাটায় ক্ষুব্ধ হয়ে সুমন হামলা করেন বলে ওই কর্মকর্তারা অভিযোগ করেন। আহত ব্যাংক কর্মকর্তারা হলেন কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক মো. জুবায়ের (৩৩) ও শাখা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম (৩৭)। দুজনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

চিকিৎসাধীন অবস্থায় ব্যাংক কর্মকর্তারা জানান, কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখা থেকে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করায় সুমন সরকার নামের এক গ্রাহকের বিরুদ্ধে আদালতে ঋণখেলাপির মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ঋণের টাকা পরিশোধ করলেও ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে দুই দিন জেল খাটেন তিনি। ওই কারণে ব্যাংকের কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, আজ দুপুরে জুবায়ের ও জহিরুল ইসলাম নতুন ঋণের ব্যাপারে কেস স্টাডি করতে পুটিয়া বাজার এলাকায় যান। তাঁদের দুজনকে দেখে কাঠের টুকরা হাতে এগিয়ে আসেন সুমন সরকার। এ সময় কথা–কাটাকাটির একপর্যায়ে তিনি দুই কর্মকর্তাকে কাঠের টুকরা দিয়ে উপর্যুপরি পেটান। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুজন ছাড়া পান। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার প্রথম আলোকে বলেন, জহিরুল ইসলামের মাথায় চারটি সেলাই লেগেছে। আর জুবায়ের হাতে বেশি আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযুক্ত সুমন ঘটনার পর গাঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, পুটিয়া বাজারে কৃষি ব্যাংকের দুই কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।