পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই ছাত্রের মধ্যে ১৮ ঘণ্টা পর মিলল একজনের লাশ
রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজের ১৮ ঘণ্টা পর একজনের লাশ পাওয়া গেছে। আজ রোববার সকালে রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
লাশ উদ্ধার হওয়া কলেজছাত্রের নাম গোলাম সারোয়ার ওরফে সায়েম (১৯)। তিনি রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে। লাশটি এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ কলেজছাত্র রিফাত খন্দকার (১৯)। তিনি নগরের দরগাপাড়া এলাকার গাজী মঈন উদ্দিনের ছেলে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, গতকাল বেলা ১১টার দিকে নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন গোলাম সারোয়ার ও রিফাত খন্দকার। আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে গোলাম সারোয়ারের লাশ পাওয়া গেছে। আর নিখোঁজ রিফাত খন্দকারের সন্ধানে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দলের ছয়জন ডুবুরি এখন মাঝনদীতে অভিযান চালাচ্ছেন।
রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা বলেন, নিখোঁজ দুজনই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গতকাল সকালে সাত থেকে আট বন্ধু পদ্মার চরে ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শেষে তাঁরা নদীতে গোসলে নামেন। এ সময় গোলাম সারোয়ার ও রিফাত নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।