নান্দাইল পৌর বাজারে অগ্নিকাণ্ডে গুদামসহ ১০ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহের নান্দাইল পৌর বাজারে লাগা আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নান্দাইলের চিনিমহাল এলাকায়ছবি: প্রথম আলো।

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরাতন বাজারে অগ্নিকাণ্ডে একটি মুদিপণ্যের গুদামসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে একটি দোকানের পেছনের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সময় ওই বাজারে গিয়ে দেখা গেছে, পাশাপাশি লাগোয়া গুদাম ও দোকানগুলোতে একে একে আগুন ধরছিল। বাজারের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অন্যদিকে দোকানমালিকদের ঝুঁকি নিয়ে আগুন লাগা ঘরগুলো থেকে পণ্য সরানোর চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল একাধিক গাড়ি নিয়ে বাজারে ছুটে আসেন। তাঁদের প্রচেষ্টা ও বাজারের লোকজনের সম্মিলিত সহায়তার প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শুক্রবার ভোরে ওই বাজারে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ১০টি দোকানের মধ্যে রয়েছে একটি সার–কীটনাশের ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে বিপুল পরিমাণ সার ও কীটনাশক ছিল। এ ছাড়া ইলেকট্রনিকস, ফল, দুটি জুয়েলারি, একটি হোমিওপ্যাথি ফার্মেসি, বিজয় ট্রেডার্সের মুদিপণ্যের একটি গুদাম, সার ও কীটনাশক বিক্রির একটি বড় দোকান পুড়ে গেছে।

নান্দাইল পৌর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে বাজারের চিনিমহাল এলাকায়
ছবি: প্রথম আলো।

আগুনে পুড়ে যাওয়া একটি জুয়েলারি দোকানের মালিক দবির উদ্দিন বলেন, তিনি ব্যবসায়িক কাজে বৃহস্পতিবার কিশোরগঞ্জ গিয়েছিলেন। খবর পেয়ে ভোর চারটার দিকে এসে দেখেন তাঁর সবকিছু শেষ হয়ে গেছে।

নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. ফেরদৌস আজ বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাজারের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, হোসেনপুর ও কিশোরগঞ্জের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কাজ করেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি জানতে তদন্ত চলছে।