নোয়াখালীতে মধ্যরাতের আগুনে পুড়ল সাতটি দোকান
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান। গত শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১২টার দিকে বাজারের আজাদের মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করার সময় স্থানীয় লোকজনের মধ্যে তিন-চারজন টিনের আঘাতে সামান্য আহত হন। পরে জেলা শহর মাইজদী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মাইজদী স্টেশনের কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আশপাশের দুটি চায়ের দোকান, দুটি মুদিদোকান এবং দুটি সেলুন সম্পূর্ণ পড়ে যায়।