স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, দুই শিশু স্থানীয় মারিফুল উম্মাহ নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবারও তারা মাদ্রাসায় ক্লাস করেছিল। ছুটি শেষে বাড়ি ফিরে মসজিদের পুকুরে গোসল করতে যায় দুজন। পরে বেলা বাড়তে থাকলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। বেলা দুইটার দিকে এলাকাবাসী মসজিদের পুকুরে ওই দুই শিশুর দেহ ভাসতে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ ইসমাইল বলেন, তারা দুজন প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে এসে বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে গোসল করতে যায়। পরে বেলা দুইটার দিকে স্থানীয় ব্যক্তিরা তাদের দেহ পুকুরে ভাসতে দেখে ঘরে খবর দেন। পরে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা দুজন সম্পর্কে মামাতো ফুফাতো বোন।