পদ্মা সেতু এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ দুজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় মাইক্রোবাসের চাপায় একজন পুলিশ সদস্য ও একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর তিনজন। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আবদুল মোতালেব। টাঙ্গাইলের বাসিন্দা মোতালেব মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে একটি মাইক্রোবাস পদ্মা সেতুর দিকে যাচ্ছিল। গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা একটি অটোরিকশা আচমকাই এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসের চালক গাড়িটি একজন নারী ও আমাদের পুলিশ সদস্য মোতালেবের ওপর দিয়ে একটি দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মোতালেব ও ওই নারী মারা যান। এ ছাড়া দোকানে থাকা তিনজন গুরুতর আহত হন।’ তিনি আরও বলেন, আহত ও নিহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

এদিকে আজ ভোরে শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন দুজন। আজ ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের শেখ রাসেল সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তি ও আহত একজনের নাম-পরিচয় জানা যায়নি। অন্য আহতের নাম সুজন (২৭)। তিনি যশোরের সদর উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা। হতাহতরা পিকআপের আরোহী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মাওয়ামুখী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের সেনানিবাস এলাকায় ওজন স্কেলে ওজন পরিমাপ করছিল। সে সময় দ্রুতগতির একটি পিকআপ সজোরে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ওই গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।