রায়পুরায় ট্রেনে কাটা পড়া তরুণের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

নিহত মো. সাজু মিয়া
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হওয়া সিএনজিচালিত অটোরিকশাচালক তরুণের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের আউটার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণের পরিবারের দাবি, তাঁকে কুপিয়ে হত্যার পর লাশ মেথিকান্দা রেলস্টেশনের আউটারে রেললাইনে ফেলে রাখা হয়।

নিহত তরুণের নাম মো. সাজু মিয়া (২৩)। তিনি রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার মঞ্জুর ফরাজীর ছেলে। সাজু নরসিংদী মডেল থানা-পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

রেলওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের আউটার এলাকা অতিক্রমের সময় সাজু ওই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আজ সকাল ৯টার দিকে স্থানীয় কয়েক ব্যক্তি ওই রেললাইন ধরে হাঁটার সময় সাজুর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। মা, বোনসহ স্বজনেরা ফাঁড়িতে এসে সাজুর লাশ শনাক্ত করেন।

নিহত সাজুর বড় বোন সাথী আক্তার বলেন, গতকাল দিনভর অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় হাসনাবাদের বাড়িতে ফিরে মায়ের হাতে ভাত খান সাজু। পরে মেথিকান্দার তুলাতুলি গ্রামের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। আজ সকালে রেললাইনে তাঁর লাশ পড়ে থাকার খবর পান তাঁরা। তিনি আরও বলেন, ‘সাজু নাকি স্ত্রীকে নির্যাতন করে, এমন অভিযোগে শ্বশুরবাড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। আজ সকালে তার শ্বশুরবাড়ির এক প্রতিবেশী আমাকে কল করে জানান, গতকাল রাতেই নাকি সাজু ওই বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে এসেছে। আমাদের ধারণা, তাকে কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন, যাতে বলা যায়, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।’

নিহত সাজুর শাশুড়ি রেনু বেগম বলেন, ‘গতকাল রাতে সাজু আমাদের বাড়িতে এসেছিল। পরে টাকাপয়সা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগির একপর্যায়ে সে খাদিজার গলা চেপে ধরে। এ সময় খাদিজা চিৎকার দিলে আমরা এগিয়ে গিয়ে তাকে আটকাই। পরে তাকে চলে যেতে বলা হলে রাত ১০টার দিকে সে চলে যায়। এরপর কী হয়েছে, আমরা কিছুই জানি না।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, তরুণের লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে।