জয়পুরহাট সরকারি নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের পর তিন দিনের ছুটি ঘোষণা
জয়পুরহাট সরকারি নার্সিং ইনস্টিটিউটে নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার থেকে তিন দিন প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
নার্সিং ইনস্টিটিউট ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে প্রতিষ্ঠানটির নিচতলায় বৈদ্যুতিক টুলস বক্সের পাশে আগুন জ্বলতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। নার্সিং ইনস্টিটিউটের সামনেই জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল অবস্থিত। দ্রুত হাসপাতালের লোকজন সেখানে গিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
সাবিনা খাতুন নামের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কীভাবে বাইরে চলে এসেছি, তা নিজেই জানি না।’
ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক ও সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্ট্রাক্টর আকলিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামী শুক্রবারসহ তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। আকলিমা খাতুন জানান, প্রতিষ্ঠানটিতে আবাসিক-অনাবাসিক মিলিয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী আছে। তাঁদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিতে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে ছুটি কার্যকর করা হয়েছে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। দ্রুত আগুন নিভিয়ে ফেলার কারণে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’