ভোলায় সাগরমোহনায় ট্রলারডুবির একদিন পর ৫ জেলের লাশ উদ্ধার

ট্রলারডুবি
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের পাঁচ জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সময়ে অন্য জেলের সহায়তায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। ট্রলারডুবির ঘটনায় এখনো দুই জেলে নিখোঁজ।

গতকাল বৃহস্পতিবার সকালে সাগরমোহনার চর তোফাজ্জল জলসীমায় ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত স্থানীয় জেলের সহায়তায় ওই জেলেদের উদ্ধার করা হয়। ২৫ জুন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের সামরাজ মাছঘাট থেকে ১৩ জন জেলে নিয়ে ট্রলারটি মাছ ধরতে যান। চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, আজ দুপুরে নিখোঁজ জেলেদের মধ্যে পাঁচজনের লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা হলেন মো. হারুন দরজি (৪৩), শরীফ হোসেন (২২), আবদুস সাত্তার (৩৮), নুরুল ইসলাম (৭৮) ও ফজলে করিম (৬৫)। এর মধ্যে নুরুল ইসলামের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। বাকি চারজনের বাড়ি চর মাদ্রাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

চরফ্যাশন কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের গণমাধ্যম কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, ২৫ জুন রাতে ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার সামরাজ ঘাট থেকে ছেড়ে যায় ট্রলারটি। চর তোফাজ্জল-সংলগ্ন তিনচর জলসীমানায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় আবদুর রহিম মাঝি (৫৩) ও সিহাব উদ্দিন মাঝি (১৫) নামের দুই জেলে এখনো নিখোঁজ। তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।