বগুড়ায় বিএনপির কার্যালয়ে সাঁটানো হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের দেয়ালে সাঁটানো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়সহ সর্বত্র সাঁটানো হয়েছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দলীয় পোস্টার। আজ সোমবার সকালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। রোববার রাতের আঁধারে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা এসব পোস্টার সাঁটিয়েছেন বলে দাবি পুলিশের।

শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড চালানোর কোনো অধিকার নেই। বিএনপির কার্যালয়ে নিষিদ্ধঘোষিত এ সংগঠনের পোস্টার সাঁটিয়ে উসকানি দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি আলী ইমাম বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাঁদের দলীয় কার্যালয়ে পোস্টার সাঁটানো হয়েছে। একই তথ্য দিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেনও। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণকে শুভেচ্ছা জানাতেই এ পোস্টার সাঁটানো হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ পোস্টার সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোল্লা আহমেদ আরিফকে (আজাদ) গ্রেপ্তার করেছে। চোপিনগর ইউনিয়নের চোপিনগর দক্ষিণ পাড়ার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা–পুলিশ। আরিফ চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।