বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জনকে উদ্ধার, নিখোঁজ ১১

বঙ্গোপসাগর
ফাইল ছবি

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারের সারেংসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছেন ১১ জন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে জীবিত উদ্ধার হওয়া জেলেরা অন্য একটি ট্রলারের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে পৌঁছালে ট্রলারডুবির ঘটনাটি জানাজানি হয়। উদ্ধার হওয়া সারেং মো. শামীমসহ চার জেলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কলাপাড়ায় আছেন। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিখোঁজ জেলেদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারের মালিক নোয়াখালী হাতিয়া উপজেলার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব ওরফে নিশান। তিনি বলেন, সোমবার দিবাগত রাতে ঝড়ের কবলে পড়ে ১৫ জন জেলে নিয়ে তাঁর একটি ট্রলার পটুয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। তাঁরা উদ্ধার করা জেলেদের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে যান। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকেলে মুঠোফোনে দুর্ঘটনার বিষয়টি তাঁকে জানান।

লুৎফুল্লাহিল মজিব আরও বলেন, ট্রলারডুবির ঘটনাটি তিনি কোস্টগার্ডের সদর দপ্তর ও পটুয়াখালীর কলাপাড়া কোস্টগার্ডকে জানিয়েছেন। তারা নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা করা যাচ্ছে না। নিখোঁজ জেলেদের আটজনের বাড়ি হাতিয়ার বয়ারচরে।

নিখোঁজ জেলেদের মধ্যে একজন মো. সোহেল (২২)। তিনি উপজেলার জাহাজমারা আমতলী গ্রামের মো. এনায়েত মাঝির ছেলে। তাঁর ভাই মো. রাসেল মঙ্গলবার রাত আটটায় প্রথম আলোকে বলেন, জীবিত উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজন ট্রলারের সারেং মো. শামীম (৪৫)। তিনি শামীমের সঙ্গে কথা বলে জেনেছেন, ট্রলারে তাঁর ভাইসহ ১৫ জন জেলে ছিলেন। এর মধ্যে সারেংসহ চারজন জীবিত উদ্ধার হয়েছেন। বাকি ১১ জন নিখোঁজ আছেন। সোহেল আরও বলেন, তাঁরা দুর্ঘটনার বিষয়টি ভোলার মনপুরা কোস্টগার্ডকে জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলীঘাট থেকে এক সপ্তাহ আগে ১৬ জেলে সাগরে মাছ ধরতে যান। ট্রলারে থাকা বেশির ভাগ জেলেই হাতিয়ার জাহাজমারা ও আশপাশের ইউনিয়নের বাসিন্দা।

জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম বিল্লাহ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১১ জেলের মধ্যে তিনজনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। বাকি আটজনের বাড়ি হাতিয়ার বয়ারচরে। সবার বাড়িতে মাতাম চলেছে।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথম আলোকে বলেন, হাতিয়া উপকূল থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছে।