ময়মনসিংহ রেলস্টেশনে ছুরিকাঘাতে যাত্রী নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ময়মনসিংহ রেলস্টেশনে ছুরিকাঘাতে ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্টেশনের পরিত্যক্ত রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোপাল পাল (৩৮)। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালপাড়া এলাকায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপাল পাল তাঁর স্ত্রীকে নিয়ে মোহনগঞ্জ থেকে কমিউটার ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে থামলে গোপাল পাল স্ত্রীকে ট্রেনে বসিয়ে রেখে ৩ নম্বর রেললাইন পার হয়ে অন্ধকারের মধ্যে প্রস্রাব করতে যান। সেখানেই ছিনতাইকারীর কবলে পড়েন। একপর্যায়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল আহত হন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত কেউ আটক হয়নি। লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।