সীতাকুণ্ডে পাহাড়ধসের ঝুঁকিতে জোর করে ২২ পরিবারকে চূড়া থেকে নামাল প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ের চূড়ায় অতি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ২৩ পরিবারকে জোর করে নিরাপদ আশ্রয়ে নামিয়ে এনেছে উপজেলা প্রশাসন। আজ বেলা তিনটার দিকে জঙ্গল সলিমপুরের খেজুরতলা এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাঁচ দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। এতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ২২টি পরিবারকে জোর করে পাহাড়ের চূড়ায় অতি ঝুঁকিপূর্ণ বসতি থেকে নামিয়ে এনেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ প্রমুখ।

ইউএনও মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, অতি ভারী বর্ষণ হচ্ছে সীতাকুণ্ডে। যেকোনো মুহূর্তে পাহাড়ধসের আশঙ্কা আছে। এ কারণে পাহাড়ের চূড়ায় থাকা অতি ঝুঁকিপূর্ণ বসতির বাসিন্দাদের গতকাল সোমবার নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে মাইকিং করা হয়। এ রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় সলিমপুরের জঙ্গল সলিমপুর এলাকায় অন্তত ১০০ পরিবার আছে। এই পরিবারগুলোর মধ্যে অন্তত ৩০টি পরিবার গতকাল রাতেই নিরাপদ আশ্রয় চলে গেছে। তবে বাকি পরিবারগুলো আজ বেলা দুইটা পর্যন্ত নামেনি। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২২টি পরিবারকে তাঁরা জোর করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছেন। বাকি ৫০টি পরিবার তুলনামূলক কম ঝুঁকিতে থাকলেও তাদেরও সরে যেতে মাইকিং করা হচ্ছে। বাড়িঘর ছেড়ে আসা লোকজন সমতলে থাকা এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থান করবেন বলে জানান তিনি।