দুই বছর নিখোঁজ ছিলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর মিলল খোঁজ

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

মানসিকভাবে অসুস্থ হয়ে প্রায় দুই বছর নিখোঁজ ছিলেন। স্বামী ও ভাই অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ভবঘুরে হয়ে পথে–প্রান্তরে ঘুরেছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের পাশে কবরস্থান নামক এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য অজ্ঞাতপরিচয় হিসেবে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খবর পেয়ে ফেনীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির টিম হাজির হয় মর্গে। তাঁরা ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শেষে পরিচয় শনাক্ত করেন। ওই নারীর নাম বুলু বিশ্বাস (৩৫)। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কাকৈরখোপা এলাকায় চিত্তরঞ্জন বিশ্বাসের মেয়ে এবং একই এলাকার নকুল বকতের স্ত্রী ছিলেন।

নিহত নারীর ভাই চিন্ময় বিশ্বাস জানান, তাঁর বোন বুলু বিশ্বাস প্রায় দুই বছর আগে মানসিকভাবে অসুস্থ হয়ে হঠাৎ একদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। তাঁর স্বামীসহ তাঁকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো জায়গায় সন্ধান পাওয়া যায়নি। পরে তাঁকে পাওয়ার আশাই এক প্রকার ছেড়ে দেয় পরিবার। অবশেষে মৃত অবস্থায় তাঁকে খুঁজে পেল পরিবার।

ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, আজ শুক্রবার ভোরে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি এক নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুরুতে ওই নারীর নাম–পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি। পরে পিআইবি ও সিআইডির টিম মর্গে গিয়ে ওই নারীর আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা–নিরীক্ষা শেষে পরিচয় শনাক্ত করে। লাশ শনাক্তের পর পরিবারকে খবর পাঠানো হয়। ওসি জানান, পরিবারের লোকজন লাশ নিয়ে যাওয়ার জন্য ফেনী পৌঁছেছেন।