দেশের প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: তথ্যমন্ত্রী

রাজশাহীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার জেলার মোহনপুর উপজেলায়
ছবি: প্রথম আলো

দেশের প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, সমগ্র দেশ আজকে বদলে গেছে। কাউকে খালি পায়ে দেখা যায় না। দেশে ছেঁড়া কাপড় পরা মানুষ নেই। কুঁড়েঘর দেখা যায় না। এটি কোনো জাদুর কারণে হয়নি। এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে। আজকে বাংলাদেশ বদলে গেছে।

শুক্রবার রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন বিএনপির নেতারা ব্রিজের ওপর দিয়ে গিয়ে ভাষণ দেন যে দেশে কোনো উন্নয়ন হয়নি। ভাই, আপনি যে ব্রিজের ওপর দিয়ে আসছেন, এটা কে করছে, ভবিষ্যতে আর ব্রিজের ওপর দিয়ে আসবেন না, ব্রিজের নিচ দিয়ে যাবেন—এটা বলতে হবে বিএনপি নেতাদের। তাহলে ওদের আক্কেল হবে।’

হারিকেন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা জানেন যে মুসলিম লীগের প্রতীক হারিকেন ছিল। প্রথমে প্রতীক ছিল সাইকেল। পরে প্রতীক করে হারিকেন। এরপর হারিকেন দিয়েও মুসলিম লীগকে আর পাওয়া যায়নি। এখন বিএনপি ধানের শীষ বাদ দিয়ে হারিকেন ধরেছে। আমার সন্দেহ হচ্ছে, কয় দিন পর হয়তো হারিকেন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।’

সরকার পাচাররোধে তেলের দাম সমন্বয় করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের দাম ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সে কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়েছে। তবুও দেশে তেলের দাম অনেক দেশের চেয়ে কম। যাঁরা বিশ্বাস করেন না, তাঁরা পশ্চিমবঙ্গে গেলেই দেখবেন, সেখানে ১ লিটার ডিজেলের দাম বাংলাদেশি টাকায় ১১৬-১৭ টাকা, আমাদের ১১৪ টাকা। আমাদের দেশে দাম কম ছিল। এ জন্য আমরা মূল্য সমন্বয় করে তেলের দাম পশ্চিমবঙ্গের সমান করেছি। বিশ্ববাজারে যখন স্থিতিশীলভাবে দাম কমবে, তখন বাংলাদেশেও মূল্য সমন্বয় করা হবে।’

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। কারণ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের এবং রেডিও, টেলিভিশনসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার অপচেষ্টা হয়েছিল। এ অচলাবস্থা ভেঙে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত রাষ্ট্র।

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিশেষ বক্তা ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সারওয়ার ও রাজশাহী (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। আরও বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ ওরফে দারা প্রমুখ।