মোটরসাইকেলের গতি রোধ করে ডাকাতি, আটক ১
চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন শওকত ওসমান ওরফে লিটন (৩০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে কেরানীহাট-বাঁশখালী সড়কের সাতকানিয়ার চূড়ামণি কাঁঠালতল এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।
আটক শওকত ওসমান কক্সবাজারের চকরিয়ার খৈয়ারবিল এলাকার জসিম উদ্দিনের ছেলে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ডাকাতির শিকার মোটরসাইকেলের আরোহী তিন বন্ধুর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলের আরোহী সাজ্জাদ হোসেন শাকিল, তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ মারুফ নামের তিন বন্ধু কেরানীহাট-বাঁশখালী সড়কের চূড়ামণি হয়ে ছনখোলার দিকে যাচ্ছিলেন। তাঁরা চূড়ামণির কাঁঠালতল এলাকায় পৌঁছালে কয়েকজন ডাকাত তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করেন।
এরপর ডাকাত দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে ১৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। এ সময় তিন বন্ধুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। দিবাগত রাত তিনটার দিকে স্থানীয় লোকজন চূড়ামণি বাজার এলাকায় অপরিচিত একটি মাইক্রোবাস দেখে আটক করেন। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও শওকত ওসমান নামের এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে মাইক্রোবাসটি ভাঙচুর করেন তাঁরা।
ডাকাতির শিকার মোটরসাইকেলের আরোহী সাজ্জাদ হোসেন সাকিল প্রথম আলোকে বলেন, ডাকাত দলের সদস্যরা তাঁদের মারধর করেন এবং টাকাসহ মানিব্যাগ আর মুঠোফোন কেড়ে নেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, আটক শওকত ওসমানকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। ওই ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ আশপাশের পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে।