খুলনায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

খুলনা জেলার মানচিত্র

খুলনা নগরের খালিশপুর এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের খালিশপুর এলাকার ১৯ নম্বর সড়কের লাল হাসপাতালের সামনে নির্মাণাধীন একটি ভবন থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই নির্মাণশ্রমিক হলেন সাদ্দাম হোসেন (২৭) ও নাজির সরদার (৩৬)। তাঁরা নগরের রায়েরমহল এলাকার বাসিন্দা। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শনিবার সকালে তাঁরা দুজন নগরের খালিশপুর শিশুপার্ক এলাকায় ১৯ নম্বর রোডের ১৩ নম্বর প্লটের তাইজুল ইসলামের বাড়িতে কাজ করতে আসেন। তাঁরা দুপুরে দিকে সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে সাটারিং খুলতে নামেন। নামার পর তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস প্রথম আলোকে বলেন, দুপুরে ওই দুই শ্রমিক সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাঠ খুলতে সেখানে নামেন। এর কিছুক্ষণ পর তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাঁদের ওই অবস্থা হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।